ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশের হাতে র‌্যাব আটক

সাফিউল ইসলাম সাকিব || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ৮ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের হাতে র‌্যাব আটক

ফাইল ফটো

নিজস্ব প্রতিবেদক
সাভার (ঢাকা), ৮ ফেব্রুয়ারি : সাভারের হেমায়েতপুর থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভূয়া পরিচয়দানকারী পাঁচ সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ।

শনিবার সকালে হেমায়েতপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করেছে ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তারা চাঁদাবাজির প্রস্তুতি নিচ্ছিলেন।

আটকরা হলেন, ফরিদপুরের নগরকান্দা উপজেলার আবুল কালাম (৪০) ও একই উপজেলার মায়নুল ইসলাম (৩০), বুয়ালমারি উপজেলার সাজু (৩৪), চাঁদপুরের মতলব উপজেলার জামাল হোসেন (৩৫), এবং বরিশালের মুলাদি উপজেলার আউলাদ হোসেন (৩০)।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে সাভারের বিভিন্ন বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে র‌্যাব ও ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি ও চাঁদাবাজির ঘটনা ঠেকাতে কাজ করছিল ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার ভোরে ভুয়া র‌্যাবের ওই দল হেমায়তপুর এলাকায় চাঁদাবাজিতে নামলে ডিবি পুলিশের সন্দেহ হয়। পরে তারা কথিত র‌্যাব সদস্যদের জিঙ্গাসাবাদ করলে ভূয়া প্রমাণিত হয়। পরে তাদের গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন রাইজিংবিডিকে জানান, র‌্যাব পরিচয়ে সাভারে কিছু দিন আগে ঘটে যাওয়া বিভিন্ন অপরাধমূলক ঘটনা ঠেকাতে ডিবি পুলিশ তৎপর ছিল। তিনি আরও বলেন, ‘এ অভিযান অব্যাহত থাকবে।’

 

 

রাইজিংবিডি/সাফিউল ইসলাম সাকিব/ সোহাগ 

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়