ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাওয়া ফেরিঘাট অস্থায়ীভাবে যাচ্ছে শিমুলিয়ায়

তরিকুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৭, ২৭ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
মাওয়া ফেরিঘাট অস্থায়ীভাবে যাচ্ছে শিমুলিয়ায়

মাওয়া ফেরিঘাট

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২৭ ফেব্রুয়ারি : মাওয়া ফেরিঘাট সরিয়ে তা অস্থায়ীভাবে শিমুলিয়ায় স্থাপন করা হচ্ছে। জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তবে স্থায়ীভাবে এ ঘাট হবে সেখানকার কান্দিরপাড়ে।

বৃহস্পতিবার দুপুরে যোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়।

সভার উদ্ধৃতি দিয়ে মন্ত্রী সাংবাদিকদের জানান, পদ্মা সেতুর প্রতিবন্ধকতার মধ্যে এটিও ছিল একটি। মাওয়া-শিমুলিয়ার মধ্যবর্তী এক কিলোমিটার সড়ক সংস্কার করে যানবাহন চলাচলের উপযোগী করতে দায়িত্ব দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। মাওয়া ফেরিঘাট শিমুলিয়ায় স্থানান্তরে ব্যয় হবে ১০৫ কোটি টাকা। আর কান্দিরপাড়ে স্থায়ী ফেরিঘাট স্থাপনে ব্যয় হবে প্রায় ৫০০ কোটি টাকা।

ওবায়দুল কাদের জানান, আগামী জুনের মধ্যেই শিমুলিয়ায় এ অস্থায়ী ঘাট চলাচলের উপযোগী হবে। এ ক্ষেত্রে স্পিডবোট ও লঞ্চ শিমুলিয়ার কিছুটা আগে থেকে পরিচালিত হবে।

আন্তমন্ত্রণালয়ের ওই সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, স্থানীয় সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলিমহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

রাইজিংবিডি / তরিকুল / কে. শাহীন / আবু মো.

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়