অভিনয় নয়, বাস্তবে চেয়ারম্যান পদপ্রার্থী সোহেল খান
আমিনুল ই শান্ত || রাইজিংবিডি.কম
সোহেল খান
আমিনুল ই শান্ত : জনপ্রিয় অভিনেতা সোহেল খান। আমরা তাকে একজন অভিনেতা হিসেবে চিনলেও তিনি অভিনয়ের পাশাপাশি সমাজসেবামূলক কাজও করেন অনেক আগে থেকেই। সম্প্রতি এ অভিনেতা ঘোষণা দিয়েছেন ধামরাইয়ের চৌহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার।
চলতি বছরের শেষের দিকে চৌহাট ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এ লক্ষ্যে নিজ এলাকায় বিভিন্ন সমাজসেবামূলক কাজে হাত দিয়েছেন তিনি।
এ প্রসঙ্গে অভিনেতা সোহেল খান রাইজিংবিডিকে বলেন, ‘আমি চৌহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করব। এখন যদি চৌহাটবাসী আমাকে যোগ্য নেতা হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করেন, তবে এলাকার উন্নয়নে কাজ করব।’
হঠাৎ সমাজসেবামূলক কাজে কেন সম্পৃক্ত হচ্ছেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি অনেক আগে থেকেই এলাকার বিভিন্ন কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এখনো অভিনয়ের পাশাপাশি প্রতি সপ্তাহে দুইবার করে ধামরাইয়ে চলে আসি। আমি এলাকার মানুষের পাশে থাকতে চাই।’
বর্তমানে ধামরাই চৌহাট ইউনিয়ন পরিষদে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন লাভলী আক্তার।
প্রায় এক যুগ আগে মোবাইল অপারেটর কোম্পানি বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রের মাধ্যমে মিডিয়ায় আসেন অভিনেতা সোহেল খান। তারপর ধারাবাহিক ও খণ্ড মিলিয়ে অসংখ্য নাটকে অভিনয় করে বেশ জনপ্রিয়তা পান। তিনি চলচ্চিত্রেও অভিনয় করেছেন। সম্প্রতি মুক্তি পেয়েছে সোহেল খান অভিনীত দেশা দ্য লিডার সিনেমাটি।
রাইজিংবিডি/ঢাকা/২০ জানুয়ারি ২০১৫/শান্ত/ফিরোজ/এএ
রাইজিংবিডি.কম