খোপায় ফুলের মালা
আবু বকর || রাইজিংবিডি.কম
নিজস্ব প্রতিবেদক : বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। দিনটিতে সাংস্কৃতির বলয় কেন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বিরাজ করে অন্যরকম এক আবহ। এ উৎসবের অন্যতম অংশ তরুণ-তরুণী। লাল-নীল পাঞ্জাবিতে তরুণ আর বাহারী রঙয়ের শাড়ীতে তরুণীরা সেজে মাতিয়ে রেখেছে পুরো ক্যাম্পাস।তবে তরুণীদের সাজের অন্যতম একটি অংশ মাথায় ফুলের খোপা। এটি ছাড়া নারীর সাজ যেন পূর্ণতা পায় না। এ ছাড়া বৈশাখে ঘর সাজাতে এবং নববর্ষের উপহার হিসেবে ফুলের জুড়ি নেই।
ফুল সৌন্দর্যের প্রতীক। ফুল ভালবাসে না পৃথিবীতে এমন মানুষ খুব কমই আছে। আনন্দ, ভালবাসা, স্নেহ, মায়া, মমতায়, শ্রদ্ধায়, বিয়ে, জন্মদিন, পূজা, পার্বণ, ধর্মীয় ও বাঙালি উৎসবে ফুল হয়ে ওঠেছে জীবনের অন্যতম অনুষঙ্গ।
ক্যাম্পাস ঘুরে দেখা যায়, তরুণ-তরুণীরা ফুল দিয়ে নানাভাবে মাথায় খোপা বেঁধেছেন। তার সাথে পিছিয়ে নেই শিশুরাও। তারাও তাল মিলিয়ে হাতে ও মাথায় ফুল দিয়েছে।
শাহবাগে এক ফুল বিক্রেতা বলেন, ‘বৈশাখ উপলক্ষে শুধু ঢাকায় ৫ থেকে ৭ কোটি টাকার ফুল বিক্রি হয়। বৈশাখে বেলীর মালা ২ লাখ, গাজরার মালা ৩ লাখ, গোলাপ ফুল ৩ লাখ পিস, গ্লাডিয়াস ফুল ৩ থেকে ৪ লাখের মতো দরকার হয়ে থাকে।’
রবিন নামের আরেক বিক্রেতা বলেন, ‘বৈশাখের আগের দিন ফুল সবচেয়ে বেশি বিক্রি হয়। মূলত তরুণীরা খোপায় ও বেনীতে লাগানোর জন্য ফুল বেশি কিনে থাকে।’
রাইজিংবিডি/ঢাকা/১৪ এপ্রিল ২০১৫/আবু বকর/ইভা
রাইজিংবিডি.কম