ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘রাত যত গভীর হবে তত জমবে আসর’

রাহাত সাইফুল || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৫৯, ৩০ এপ্রিল ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘রাত যত গভীর হবে তত জমবে আসর’

সাদিয়া আফরিন। ছবি : অপূর্ব খন্দকার

রাহাত সাইফুল : গতকাল সন্ধ্যার পর বিএফডিসির তিন নং ফ্লোরে প্রবেশ করতেই দেখা যায় কিছু লোক বসে মদ্য পান করছেন। কয়েকজন নারী নেচে গেয়ে সেই আসর মাতিয়ে রেখেছেন। এদিক ওদিক তাকিয়ে দেখলাম- কিছু লোক এ দৃশ্য ধারণ করছে ভিডিও ক্যামেরায়। একজন লোক চেয়ারে বসে ডিসপ্লেতে সেই ভিডিও দেখছেন। তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, এটি একটি সিনেমার আইটেম গানের দৃশ্য।


সায়মন তারিক পরিচালিত গুন্ডামী সিনেমার ‘রাত যত গভীর হবে তত জমবে রে জমবে আসর’ শিরোনামের এ গানটির সঙ্গে নেচেছেন সাদিয়া আফরিন। গানটিতে কণ্ঠ দিয়েছেন সানজিদা রুমা, গানের কথা সুদীপ কুমার দীপ। গানটির সংগীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ। এ আইটেম গানটির নৃত্য পরিচালনা করছেন হাবিব।


তিনি আরও বলেন, ‘আমাদের দেশের প্রেক্ষাপট নিয়ে এই সিনেমাটি তৈরি করা হচ্ছে। একটা ছেলে কিভাবে গুন্ডা হয় সেটাই এখানে তুলে ধরা হয়েছে।’


সাদিয়া আফরিন বলেন, ‘এ সিনেমায় অভিনয়ের পাশাপাশি একটি আইটেম গান করছি। গানটি কাজ করতে ভালোই লাগছে।’

 


রাইজিংবিডি/ঢাকা/৩০ এপ্রিল ২০১৫/রাহাত/রাশেদ শাওন/শান্ত

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়