ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘খাবার অনুপযোগী গমের অস্তিত্ব পাওয়া যায়নি’

এনআর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৮, ৮ নভেম্বর ২০১৫   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘খাবার অনুপযোগী গমের অস্তিত্ব পাওয়া যায়নি’

সংসদ প্রতিবেদক : ব্রাজিল থেকে আমদানি করা গমের মধ্যে খাবার অনুপযোগী গমের অস্তিত্ব পাওয়া যায়নি বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম।

 

রোববার বিকেলে জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে সংসদ সদস্য সেলিম উদ্দিনের (সিলেট-৫) তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, খাদ্য বিভাগ ব্রাজিল থেকে কোনো নিম্নমানের গম আমদানি করেনি। ব্রাজিল থেকে নিম্নমানের গম আমদানি সংক্রান্ত খবর পত্র-পত্রিকায় প্রকাশিত হওয়ার পর, ব্রাজিল থেকে আমদানিকৃত গম বিভিন্ন পরীক্ষারে পরীক্ষা করা হয়। পরীক্ষার নিম্নমান বা খাবার অনুপযোগী কোনো গমের অস্তিত্ব পাওয়া যায়নি।

 

খাদ্যমন্ত্রী আরো জানান, ২০১৪-২০১৫ অর্থবছরে ফ্রান্স থেকে গম আমদানির লক্ষ্যে চারটি চুক্তিপত্রের আওতায় ২ লাখ মেট্রিক টন গম আমদানির চুক্তি হয়। চুক্তির পর চট্টগ্রাম বন্দরে দুটি জাহাজে করে আনা গম ভালো না হওয়ায় তা ফেরত দেওয়া হয়। একইভাবে মংলা বন্দরে এমভি মিনটাইল জাহাজে করে আনা গমের মধ্যে ২১ হাজার মেট্রিক টন গমও গ্রহণ করা হয়নি।

 

সরকার চুক্তিতে উল্লেখ করা মানের চেয়ে নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী কোনো গম ফ্রান্স থেকে আমদানি করেননি বলে দাবি করেন কামরুল ইসলাম।

 

তিনি বলেন, নিম্নমানের ও খাওয়ার অনুপযোগী কোনো গম ফ্রান্স থেকে আমদানি করা হলেও খাদ্য বিভাগ তা গ্রহণ করেনি। সেহেতু কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই।

 

 

রাইজিংবিডি/ঢাকা/৮ নভেম্বর ২০১৫/এনআর/নিয়াজ/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়