ওয়ালটন গ্রুপের পিকনিকের পুরস্কার বিতরণ
হাসান || রাইজিংবিডি.কম
নিজস্ব প্রতিবেদক : করপোরেট জগতেএকটি কথা প্রচলিত- বর্তমানে মানুষ টাকায় ধনী কিন্তু সময়ে চরম গরিব। মানুষের হাতে টাকা থাকলেও সময় থাকে না। সারা বছর ইট-পাথরের এই প্রাণহীন শহরে মানুষ কর্মব্যস্ততায় সময় কাটায়। কর্মব্যস্ত জীবনে একটু অবসর চায়, অবকাশ চায়।
তেমনি কর্মব্যস্ততার মধ্যে এক টুকরো অবিচ্ছিন্ন অবসরে সুযোগ আসে গত ১১ ফেব্রুয়ারি। ওয়ালটন গ্রুপের অ্যাকাউন্টস বিভাগের উদ্যোগে দেশের একমাত্র ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবনে চার দিনের পিকনিকের আয়োজন করা হয়।
সোমবার বিকেল ৩টায় রাজধানীর দৈনিক বাংলার মোড়ে প্রিন্টার্স বিল্ডিংয়ে অবস্থিত ওয়ালটন গ্রুপের হেড অফিসে পিকনিকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) এস এম জাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রুপের ডেপুটি অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর এ এইচ এম আরিফুল ইসলাম এসিএ, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর (পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন) আশিক আল মামুন, আইটি ডিপার্টমেন্টের ডেপুটি অপারেটিভ ডিরেক্টর আরিফুল আম্বিয়া, অ্যাকাউন্টস বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর হাবিবুর রহমান এসিএ, সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর সাইফুল আলম, ফার্স্ট সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর নাজমুল ইসলাম, অ্যাডিশনাল ডিরেক্টর গৌতম কুমার সরকার, অ্যাডিশনাল ডিরেক্টর ফরিদ আহমেদসহ ওয়ালটনের বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।
অনুষ্ঠানে ১০টি ক্যাটাগরিতে মোট ৫৫ জনকে পুরস্কার দেওয়া হয়। প্রথম পুরস্কার হিসেবে দেওয়া হয় ওয়ালটন ব্র্যান্ডের ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন। প্রথম পুরস্কার পান মো. ওয়াদুদ আহম্মেদ এসিএ নামের একজন অতিথি।
দ্বিতীয় পুরস্কার হিসেবে ২ জনকে দেওয়া হয় সুদৃশ্য দেয়াল ঘড়ি। তৃতীয় পুরস্কার তিনটি মাল্টি কুকার, চতুর্থ পুরস্কার চারটি ফ্লাওয়ার বেস, পঞ্চম পুরস্কার পাঁচটি দেয়াল ঘড়ি, ষষ্ঠ পুরস্কার ছয়টি ভেজিটেবল কাটার, রুটি মেকার ও টোস্টার, সপ্তম পুরস্কার সাতটি ক্যাটারিং সেট, অষ্টম পুরস্কার আটটি ইস্ত্রি মেশিন। এ ছাড়া নবম পুরস্কার হিসেবে নয় জন বিজয়ীর প্রত্যেককে ৭০০ টাকা এবং দশম পুরস্কার হিসেবে ১০ জন বিজয়ীর প্রত্যেককে ৫০০ টাকা করে দেওয়া হয়।
প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি ওয়ালটন গ্রুপের পিকনিকের আয়োজন করা হয়। চার দিনব্যাপী ওই পিকনিকে গ্রুপের কর্মকর্তা-কর্মচারীরা নয়নাভিরাম সৌন্দর্য উপভোগ এবং অবকাশ কাটানোর লক্ষ্যে সুন্দরবন যান। ১৪ ফেব্রুয়ারি পিকনিক ট্যুর শেষ হয়।
পিকনিকে বিভিন্ন রাউন্ডে এবং কুপনের মাধ্যমে বিজয়ীদের নির্বাচন করা হয়। সোমবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
রাইজিংবিডি/ঢাকা/২২ ফেব্রুয়ারি ২০১৬/হাসান/রফিক
রাইজিংবিডি.কম