ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুলিশের ২৯৩ জন পেলেন ভালো কাজের স্বীকৃতি

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ২৫ জানুয়ারি ২০১৭   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
পুলিশের ২৯৩ জন পেলেন ভালো কাজের স্বীকৃতি

নিজস্ব প্রতিবেদক : ভালো কাজের স্বীকৃতি হিসেবে ২৯৩ পুলিশ সদস্যকে আইজিপি ব্যাজ দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক নিজ হাতে এ ব্যাজ পড়িয়ে দেন।

পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ছয়টি বিশেষ ক্যটাগরিতে এ ব্যাজ দেওয়া হয়েছে। মাঠ পর্যায়ে যাচাই-বাছাই করে কর্মক্ষেত্রে দক্ষতা, সঠিকভাবে দায়িত্ব পালন করা পুলিশ কর্মকর্তাদের একটি তালিকা করা হয়। তালিকা অনুযায়ী এবার ২৮৮ জনকে ব্যাজ দেওয়ার কথা থাকলেও আরো কিছু বিষয় বিবেচনা করে এ সংখ্যা বাড়ানো হয়।

এ ক্যাটাগরিতে ৫৩ জন, বি ক্যাটাগরিতে ১০১ জন, সি ক্যাটাগরিতে ৪৭ জন, ডি ক্যাটাগরিতে ৩৩ জন, ই ক্যাটাগরিতে ৩৬ জন এবং এফ ক্যাটাগরিতে ১৮ জন আইজিপি ব্যাজ পেয়েছেন। বাকি পাঁচজনকে অন্য ক্যাটাগরিতে ব্যাজ দেওয়া হয়।

ব্যাজ পাওয়া পুলিশ সদস্যরা কাজের প্রতি আরো আন্তরিক হবেন বলে আশা করছেন পুলিশ কর্মকর্তারা।



রাইজিংবিডি/ঢাকা/২৫ জানুয়ারি ২০১৭/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়