ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

মোহাম্মদ নঈমুদ্দীন || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৪৫, ১৪ জুন ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাতীয় ঈদগাহে প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

জ্যেষ্ঠ প্রতিবেদক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জাতীয় ঈদগাহ ময়দানে দেশের প্রধান ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

নামাজে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মিজানুর রহমান। বিকল্প ইমাম হিসেবে থাকবেন মিরপুর জামেয়া আরাবিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুয্যামান।

ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রতি বছরের মতো এবারও প্রধান ঈদ জামাতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা থাকবে। নিরাপত্তা চাদরে ঢাকা থাকবে ঈদগাহ এলাকা। কড়া নিরাপত্তার মধ্যদিয়ে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি এখানে ঈদের জামাত আদায় করবেন।

রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি, মন্ত্রী, কুটনীতিক, এমপিসহ বিভিন্ন পেশাজীবী মানুষ এই জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে নামাজ আদায় করেন।



রাইজিংবিডি/ঢাকা/১৪ জুন ২০১৮/নঈমুদ্দীন/সাইফ

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়