ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আমার পরিবার ওই শিক্ষা দেয়নি, ভিডিও ইস্যুতে পঙ্কজ দেবনাথ

এসকে রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৯, ২৬ আগস্ট ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
আমার পরিবার ওই শিক্ষা দেয়নি, ভিডিও ইস্যুতে পঙ্কজ দেবনাথ

জ্যেষ্ঠ প্রতিবেদক: সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি সেক্সটেপকে আওয়ামী লীগ নেতা পঙ্কজ দেবনাথের বলে যে প্রচার হচ্ছে, সেটিকে অপপ্রচার হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

পঙ্কজ দেবনাথ বলেছেন, তার বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে এটিকে প্রচার করা হচ্ছে।
 
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেটিকে থাকা পুরুষকে আওয়ামী লীগ নেতা পঙ্কজ দেবনাথ বলে দাবি করছে বিভিন্নমহল।

এ সম্পর্কে প্রতিক্রিয়া জানতে চাইলে পঙ্গজ দেবনাথ রাইজিংবিডিকে বলেন, ‘আমার বিরুদ্ধে ষড়যন্ত্র তো নতুন না। এর আগেও আমাকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র হয়েছে। এবারও যা হচ্ছে সেটিও ওই ধারবাহিক ষড়যন্ত্রের অংশ।’

“এটাকে আমি তেমন কোনো বিষয় মনে করি না। কারন বিষয়টির কোনো সতত্য নেই। যদিও আমি ভিডিওটি বা ভাইরাল হওয়া বিষয়টি এখনো দেখিনি। তবে আমার পরিবার আমাকে এটা শিক্ষা দেয়নি।”

সামনে মেহেন্দীগঞ্জ নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পতভাবে এসব ছড়াচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘এটির আইনী পদক্ষেপ নেয়া যায় কি না অবশ্যই সেটি আমি দেখবো।’

পঙ্কজ দেবনাথ বরিশাল-৪ আসনের সাংসদ। দশম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি সাংসদ ছিলেন।

রাইজিংবিডি/ঢাকা/২৬ আগস্ট ২০১৯/রেজা/নাসিম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়