ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

কারওয়ান বাজারে ১৬৫ ভাসমান স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৩, ২১ অক্টোবর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
কারওয়ান বাজারে ১৬৫ ভাসমান স্থাপনা উচ্ছেদ

সড়ক ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদের পর ফলোআপ মনিটরিং হিসেবে রাজধানীর কারওয়ান বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসসি) ভ্রাম্যমাণ আদালত।

সোমবার কারওয়ান বাজারে ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

সে সময় মুরগী পট্টির ফুটপাত, কাঠপট্টির ফুটপাত, কাঁচা বাজারের ফুটপাত থেকে ১৬৫টি ভাসমান স্থাপনা অপসারণ করা হয়।

মাসুদ হোসেন বলেন, ‘সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর ডিএনসিসি উত্তরা, মহাখালী, ফার্মগেট, মিরপুর, গুলশান, ভাষানটেকসহ বিভিন্ন স্থানে সড়ক ও ফুটপাত থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত এই সকল স্থানগুলো পুনরায় যাতে দখল হয়ে না যায় সেজন্য নিয়মিত মনিটরিং শুরু করছে ডিএনসিসি।

 

ঢাকা/নূর/সনি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়