ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাপান থেকে ফিরেছে ৫১ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৭:৩৬, ২৯ এপ্রিল ২০২০   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
জাপান থেকে ফিরেছে ৫১ বাংলাদেশি

করোনাভাইরাসের কারণে জাপানে আটকেপড়া ৫১ বাংলাদেশি দেশে ফিরেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টায় একটি বিশেষ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মুখপাত্র তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনাভাইরাসের কারণে বাংলাদেশে আটকেপড়া ১০৯ জাপানি নাগরিককে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে করে দেশে নিয়ে যাওয়া হয়। ফিরতি ফ্লাইটে করে জাপানে আটকেপড়া ৫১ বাংলাদেশিকে ফিরিয়ে আনা হয়েছে। তাদের বেশিরভাগই শিক্ষার্থী।

তিনি আরও বলেন, দেশে ফিরে আসা বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষার পর সবাইকে বাধ্যতামূলকভাবে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।


ঢাকা/হাসান/এসএম

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়