ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় রায়া

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৩৫, ১৮ সেপ্টেম্বর ২০২০  
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় রায়া

প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ইনসেটে রায়া 

‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিডিও কলে কথা বলতে চাই’—এমন ইচ্ছার কথা জানিয়ে ফেসবুকে ভিডিও শেয়ার করার ২৪ ঘণ্টার মধ্যেই ইচ্ছা পূরণ হয়েছে বিশেষ চাহিদাসম্পন্ন কিশোরী মামিজা রহমান রায়ার।

এরপরই বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) হোয়াটসঅ্যাপে ভিডিও কলে রায়ার সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় রায়া প্রধানমন্ত্রীকে জাতীয় সংগীত গেয়ে শোনায়। এছাড়া, একটি কবিতা আবৃত্তিও করে। একই সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার ইচ্ছার কথাও জানায় সে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) শিক্ষক হাসিনা হাফিজের সঙ্গে একটি ভিডিও ধারণ করে রায়া।

ভিডিওটিতে রায়া জানায়, সে প্রধানমন্ত্রীকে খুব ভালোবাসে। তার সঙ্গে ভিডিও কলে কথা বলতে চায়। প্রধানমন্ত্রীর হাসি তার সব থেকে প্রিয়।

শিক্ষক হাসিনা হাফিজ সেই ভিডিও পোস্ট করেন অটিজম ম্যানেজমেন্ট সেন্টার নামে একটি ফেসবুক গ্রুপে। সেই ভিডিও পোস্ট করার এক দিনের মাথায় প্রধানমন্ত্রী ভিডিও কল করেন রায়াকে।

বৃহস্পতিবার বিকেল ৫টায় রায়ার মা নাবিহা রহমান পিংকীর মোবাইল ফোনে ভিডিও কল করেন প্রধানমন্ত্রী।

কৃতজ্ঞতা প্রকাশ করে রায়ার মা বলেন, ‘আমার মেয়ের অনেক বছরের ইচ্ছ পূরণ হলো। মেয়েটা অনেক খুশি হয়েছে। তিনি (প্রধানমন্ত্রী) আমাকে এত সুন্দর করে বললেন আপনি ভিডিওতে আসেন। তিনি নিজে আমাকে সরাসরি কল দিয়েছেন। যেটা আমি আসলে কখনো আশা করিনি।’

রায়া বলে, ‘আমি অনেক অনেক অনেক খুশি হইছি। থ্যাংক ইউ শেখ হাসিনা। আই লাভ ইউ শেখ হাসিনা। আমি আপনার সঙ্গে দেখা করব।’

ঢাকা/পারভেজ/ইভা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়