ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

বেসরকারি প্রতিষ্ঠানে করোনা টেস্ট করায় সৌদি যেতে পারেননি ৩২ বাংলাদেশি

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১০:৫১, ২৭ সেপ্টেম্বর ২০২০
বেসরকারি প্রতিষ্ঠানে করোনা টেস্ট করায় সৌদি যেতে পারেননি ৩২ বাংলাদেশি

সরকারি প্রতিষ্ঠানের বদলে বেসরকারি প্রতিষ্ঠানে করোনাভাইরাস পরীক্ষা করায় সৌদি আরব যেতে পারেননি ৩২ বাংলাদেশি।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি এয়ারলাইনসে করে তাদের সৌদি আরব যাওয়ার কথা ছিল।  সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়।

জানা গেছে, নিয়ম অনুযায়ী ফ্লাইটের ৭২ ঘণ্টা আগে করোনা টেষ্টের রিপোর্ট নিয়ে বিমানে ছাড়তে হয়। এজন্য সরকার সেন্টার নির্দিষ্ট করে দেয়।  তবে ভুক্তভোগীরা বলেন, তাদের শেষ সময়ের নির্দেশনায় বিষয়টি পরিষ্কার করে জানানো হয়নি, তাই এই অনাকাঙ্ক্ষিত ভুল হয়।

এমনই ফ্লাইট মিস করা একজন কেরানীগঞ্জের নূর ইসলাম। তার ভাই বলেন, ‘আমার ভাইকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতাল থেকে করোনা পরীক্ষা করে সনদ নিয়ে বিমানবন্দরে আসছি।  ৩২ ভুক্তভোগীকে সৌদি এয়ারলাইন্স কর্তৃপক্ষ বর্ডিং করতে দেয়নি।’

অপর একজন ফ্লাইট মিস করা মোহাম্মদ শাহজাহানের ভাই বলেন, আমরা এনাম মেডিক্যাল সেন্টার থেকে করোনা পরীক্ষা করেছি।  কিন্তু আমাদের টিকিট সংগ্রহের সময় বলা হয়নি, মহাখালী করোনা পরীক্ষা সেন্টার থেকে পরীক্ষা করতে হবে। যে কারণে এনাম মেডিক্যাল সেন্টার থেকে পরীক্ষা করি। 

হাসান/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়