স্ত্রীর সঙ্গে ঝগড়া করে...
জিসান || রাইজিংবিডি.কম
লিটন
নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ৮ ফেব্রুয়ারি : রাজধানীর ধানমন্ডির বউবাজার এলাকায় স্ত্রীর সঙ্গে মনোমালিন্যের জের ধরে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন লিটন (২৬) নামের এক যুবক।
শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
লিটনের ভগ্নিপতি আব্দুস সালাম জানান, লিটন ও তার স্ত্রী হালিমা বেগম রাজধানীর ধানমন্ডিতে শিকদার মেডিকেলের পেছনে বউবাজার বস্তিতে থাকতেন। দীর্ঘদিন যাবৎ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছিল। এসব ঘটনার জের ধরেই বস্তির ভেতরে নিজ ঘরে ধারালো ছুরি দিয়ে অন্ডকোষসহ নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন লিটন।
জানা যায়, লিঙ্গ কাটার পর রক্তাক্ত অবস্থায় লিটনের বোন নাজমা ও ভগ্নিপতি আব্দুস সালাম তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। লিটন দিনমজুরের কাজ করেন। তার বাবার নাম আব্দুল জব্বার। তাদের গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীতে।
রাইজিংবিডি/ জিসান / টিপু / আবু মো.
রাইজিংবিডি.কম