ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আলুর নির্ধারিত দাম কার্যকর দু’তিন দিনের মধ‌্যে: বাণিজ্যমন্ত্রী

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ২২ অক্টোবর ২০২০   আপডেট: ১৫:৩৭, ২২ অক্টোবর ২০২০
আলুর নির্ধারিত দাম কার্যকর দু’তিন দিনের মধ‌্যে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী বলেছেন, আলুর দাম কিছুটা কমে এসেছে। আগামী দু’তিন দিনের মধ্যে সরকার নির্ধারিত মূল্য কার্যকর হবে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বাণিজ্য মন্ত্রণালয়ে ঢাকায় নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বাণিজ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মন্ত্রী এ কথা জানান।

ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধের অন্তত এক মাস আগে জানানোর জন‌্য আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘দেশের চাহিদা মেটাতে ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘পেঁয়াজ রপ্তানি বন্ধের আগে অন্তত এক মাসের নোটিশ দিতে ভারতের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে ভারতের ওপর নির্ভরশীলতা কমিয়ে তিন বছরের মধ্যে পেঁয়াজ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে চাই আমরা।’

ঢাকা/হাসনাত/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়