ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মোহাম্মদপুরে উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১২, ২৫ নভেম্বর ২০২০  
মোহাম্মদপুরে উচ্ছেদ অভিযান

রাজধানীর মোহাম্মদপুর এলাকার ফুটপাত ও সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনা করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় মোহম্মাদপুরের সলিমুল্লাহ রোডে এই অভিযান শুরু হয়েছে। অভিযানটি পরিচালনা করছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ হোসেন।

তিনি সাংবাদিকদের বলেন, স্থানীয়রা মেয়রের কাছে অভিযোগ জানায়। এর পরিপ্রেক্ষিতে আমরা আজ অভিযান পরিচালনা করছি।  সিটি করপোরেশনের প্রকৌশল শাখা থেকে দুইবার নোটিশ দেওয়া হয়েছে র‍্যাম সরানোর জন্য। কিন্তু তারপরও বাসা মালিকরা সরায়নি। তাই অভিযান চলছে।

প্রসঙ্গত, গতকাল ডিএনসিসি একই আঞ্চলিক কার্যালয়ের অধীন মাস্ক পরিধান নিশ্চিত করতে রাজধানীর কারওয়ান বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় পথচারী, ফুটপাত, বাজারের ক্রেতা-বিক্রেতা, রিকশা, গণপরিবহনের চালক ও যাত্রীদের বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানের ব্যাপারে সচেতন করা হয়।

শিহাব/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়