ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘দুর্নীতির কারণে চিনিশিল্প ধ্বংস হতে দেওয়া যাবে না’

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ২৭ ডিসেম্বর ২০২০   আপডেট: ২০:৫৯, ২৭ ডিসেম্বর ২০২০
‘দুর্নীতির কারণে চিনিশিল্প ধ্বংস হতে দেওয়া যাবে না’

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, বন্ধ করে দেওয়া ৬টি চিনিকল চালু করতে হবে। অব্যবস্থাপনা, চুরি, দুর্নীতি ও অনিয়মের কারণে কোনোভাবেই এই জাতীয় শিল্প ধ্বংস হতে দেওয়া যাবে না।

রোববার (২৭ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বন্ধ চিনিকল চালু কর, আখচাষীদের বাঁচাও, পাট ও চিনি শিল্প রক্ষা কর’ শীর্ষক এক মানববন্ধনে তিনি এ কথা বলেন। মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ আখচাষী ইউনিয়ন।

এ সময় আরও বক্তব্য রাখেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক আনছার আলী দুলাল, সংগঠনের কেন্দ্রীয় নেতা শামসুজ্জামান মিলন, রবি হাসান ফখরি, স্বাধীনতা পার্টির সাধারণ সম্পাদক ফয়েজ হোসেন, বিপ্লবী কৃষক সংহতির সাধারণ সম্পাদক সিকদার হারুনর রশীদ প্রমুখ।

শিহাবুল/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়