ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

এ মাসে আরও ৫০ লাখ ভ্যাকসিন আসছে: স্বাস্থ‌্যমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪৭, ২১ জানুয়ারি ২০২১   আপডেট: ০৭:১৭, ২২ জানুয়ারি ২০২১
এ মাসে আরও ৫০ লাখ ভ্যাকসিন আসছে: স্বাস্থ‌্যমন্ত্রী 

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, চলতি মাসে আরও ৫০ লাখ ভ্যাকসিন ভারত থেকে আসবে। মোট ৭০ লাখ ভ্যাকসিন আমাদের হাতে থাকবে। তখন ৩৫ লাখ মানুষকে এক সঙ্গে ভ্যাকসিন দিতে পারব। 

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে টিকাগুলো হস্তান্তর করা হয়। ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ‌্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এসব ডোজ হস্তান্তর করেন। সেখানে তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধের সময় ভারত বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বন্ধুত্বের পরিচয় দিয়েছিল। আজ মহামারির সময় তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। করোনার টিকা উপহার দিয়ে ভারত তার বন্ধুত্বের পরিচয় দিয়েছে। এর মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বন্ধুত্ব এবং ভারতের জনগণ ও বাংলাদেশের জনগণের মধ্যে বন্ধুত্ব আরও কয়েক ধাপ এগিয়ে গেলো।’ 
 এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এই উপহার বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্ব আরও দৃঢ় করবে। ভবিষ্যতে দুই দেশ একসঙ্গে চলার পথ সুগম হবে।’

বিশ্বে করোনা সংক্রামিত দেশের তালিকায় বাংলাদেশ ২০তম অবস্থানে জানিয়ে তিনি বলেন, ‘এখন করোনার টিকা আমদানিতে আমরা ভারতের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। পর্যায়ক্রমে আমাদের চাহিদা অনুযায়ী টিকা আমদানি করবো।’ 

মন্ত্রী বলেন, ‘ওরা বলেছিল দুই মিলিয়ন টিকা উপহার হিসেবে এবং ১ দশমিক ৫ মিলিয়ন কন্ট্রাক্টের টিকা পাঠাবে। কিন্তু কন্ট্রাক্টের টিকা ওরা পাঠায়নি। এই ডেভেলপমেন্ট আমি জানতাম না।’

ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাস্বামী বলেন, ‘করোনার টিকা আমদানি নিয়ে বাংলাদেশ প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ আলোচনা হয়েছে। এর মধ্যে ২০ লাখ টিকা উপহার হিসাবে পাঠিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই উপহার দুই দেশের বন্ধুত্ব আরও মজবুত করবে।’

ঢাকা/শিহাব/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়