ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

‘খাস জমিতে মাঠ নির্মাণ করা হবে’

নিজস্ব প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ২৩ জানুয়ারি ২০২১  
‘খাস জমিতে মাঠ নির্মাণ করা হবে’

ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) যেসব স্থানে খাস জমি রয়েছে, সেখানেই পার্ক ও খেলার মাঠ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম।

শনিবার (২৩ জানুয়ারি) সকালে রাজধানীর মোহাম্মদপুরে ডিএনসিসি বনাম ভারতীয় দূতাবাসের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, ‘ডিএনসিসি'র বিভিন্ন ওয়ার্ডে ২৪টি মাঠ এবং পার্কের উন্নয়ন করা হচ্ছে। এরমধ্যে ১০টি মাঠ আন্তর্জাতিক মানের করে তৈরি করা হচ্ছে। এসব মাঠে বৃষ্টির পানি জমবে না। মাঠের ভেতর ব্যায়ামাগারসহ অন্যান্য সুযোগ-সুবিধাও থাকবে। এই ১০টি মাঠ আধুনিকায়ন করার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে হস্তান্তর করা হবে। তখন তারা এসব মাঠের রক্ষণাবেক্ষণ করবে। তবে সংশ্লিষ্ট এলাকার পথশিশু ও মহল্লাযর লোকজন যাতে খেলতে পারে তা নিশ্চিত করা হবে।’

মোহাম্মদপুরে মোট আটটি পার্ক করা হচ্ছে তিনি বলেন, ‘অন্যান্য ওয়ার্ডের কাউন্সিলরা তাদের এলাকায় পার্ক ও মাঠ করার দাবি জানিয়েছেন। তাদের  বলেছি, যেখানে খাস জমি আছে সেগুলোর তালিকা আমাদের দেওয়ার জন্য। তালিকা পেলে যথাযথ প্রক্রিয়ায় মাধ্যমে খাস জমিতে মাঠ এবং পার্ক তৈরি করা হবে।’

একই অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ‘একটি আদর্শ নগরের বৈশিষ্ট্য হচ্ছে, সেখানে নাগরিকের জন্য পার্ক-মাঠসহ বিভিন্ন সুযোগ-সুবিধা থাকবে।’ 

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘বর্তমান প্রজন্ম ঘরমুখী হয়ে পড়েছে। দিনভর ঘরে কম্পিউটার-মোবাইল নিয়ে পড়ে থাকে। প্রতিবেশীদের সঙ্গে তাদের সামাজিক বন্ধন নেই। কেউ কাউকে চিনে না, জানে না। এই ঘরমুখো পরিবেশ থেকে তরুণ প্রজন্মকে বেরিয়ে আসতে হবে। খেলাধুলার মাধ্যমে সুস্থ জীবন-যাপন করতে হবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য সাদেক খান, স্থপতি ইকবাল হাবিবসহ ডিএনসিসি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ঢাকা/এসআই/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়