ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

শেখ হাসিনা মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় বিল পাস

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৬, ১ ফেব্রুয়ারি ২০২১  
শেখ হাসিনা মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয় বিল পাস

শেখ হাসিনা মেডিক‌্যাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিল-২০২১ (সংশোধিত) পাস হয়েছে।

সোমবার (১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বিলটি উপস্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।

বিলে চিকিৎসা শাস্ত্রে উচ্চ শিক্ষা, গবেষণা, সেবার মান এবং সুযোগ-সুবিধা সম্প্রসারণ ও উন্নয়নে প্রয়োজনীয় বিধান রাখা হয়েছে।

বিলে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা, মঞ্জুরি কমিশনের পরিদর্শন, এখতিয়ার, শিক্ষাদান পদ্ধতি, উপাচার্য, উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, ডিন, প্রক্টর, প্রাধ্যক্ষ, গ্রন্থাগারিক, পরীক্ষা নিয়ন্ত্রক, পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (হাসপাতাল), প্রধান প্রকৌশলীসহ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ, সিন্ডিকেট, একাডেমি কাউন্সিল, পরিকল্পনা উন্নয়ন কমিটি গঠন, অনুষদ, পাঠক্রম, বোর্ড অব স্টাডিজ, অর্থ কমিটি, নির্বাচনি বোর্ড, নৈতিকতা কমিটি, শৃঙ্খলা কমিটি, হাসপাতাল উন্নয়ন কমিটি, পরীক্ষা পদ্ধতি, তহবিল, বাৎসরিক প্রতিবেদন, হিসাব ও নিরীক্ষা, কমিটি গঠনের বিধান রাখা হয়েছে।

জাতীয় পার্টির ফখরুল ইমাম, রওশন আরা মান্নান, বিএনপির হারুনুর রশীদ, রুমিন ফারহানা, গণফোরামের মোকাব্বির খান বিলের ওপর জনমত যাচাই, বাছাই কমিটিতে পাঠানো ও সংশোধনের প্রস্তাব আনলে পাঁচটি সংশোধন প্রস্তাব গ্রহণ করা হয়। বাকি প্রস্তাবগুলো কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।

ঢাকা/আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়