ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

ভ্যাকসিনের জন্য অগ্রিম ১ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছি: প্রধানমন্ত্রী

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ২ ফেব্রুয়ারি ২০২১   আপডেট: ১৬:১৯, ২ ফেব্রুয়ারি ২০২১
ভ্যাকসিনের জন্য অগ্রিম ১ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা বলেছেন, করোনা ভ্যাকসিনের জন্য অগ্রিম ১ হাজার কোটি টাকা বরাদ্দ রেখেছি। 

মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয় সংসদ একাদশ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা সেরাম ইনস্টিটিউটের যে কোভিডশিল্ড ভ্যাকসিন তারা আবিষ্কার করেছে, সেটাই ৩ কোটি ডোজ কিনেছি।  ভারত আমাদের ২০ লাখ ডোজ উপহার হিসেবে দিয়েছে।  প্রথম চালান ৫০ লাখ চলে এসেছে এবং  দেওয়াও শুরু হয়েছে।  দেওয়ার পর সেটার খুব খারাপ কোনো রিঅ্যাকশন শোনা যায়নি।  কারও হাতে একটু বেশি ব্যথা হয়েছে বা কারও হাল্কা জ্বর তাও ৪/৫ জনের । আমরা  মনিটর করছি।  ইতিমধ্যে প্রত্যেকটা জেলায় ভ্যাকসিন পৌঁছে গেছে।  সব পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে ৮ ফেব্রুয়ারি থেকে দেওয়া হবে।  পাশাপাশি এন্টিবডি টেস্টের ব্যবস্থা নেওয়া হয়েছে।  

আসাদ/সাইফ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়