ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘স্বাধীন দেশে আজও পরাধীন’

রেজা পারভেজ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৫, ২১ ফেব্রুয়ারি ২০১৪   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
‘স্বাধীন দেশে আজও পরাধীন’

অনুষ্ঠানে লে. জে. (অব.) মাহবুবুর রহমান

নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ২১ ফেব্রুয়ারি : ‘একুশের চেতনা ভুলে স্বাধীন দেশে আজ আমরা পরাধীন’-এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা মহানগর জাতীয় পার্টি আয়োজিত ‘একুশের বীজেই স্বাধীন বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

জে. মাহবুব বলেন, আমরা একুশের চেতনা ভুলে গেছি। এজন্য স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে পারিনি। গণতন্ত্র প্রতিষ্ঠা করার শপথ নিয়ে স্বাধীনতার যুদ্ধ করেছিলাম। কিন্তু দেশে গণতন্ত্র নেই, মৃত্যু হয়েছে। দেশ এখন সঙ্কটময় সময় পার করছে।

‘বর্তমান সংসদকে অচেনা সংসদ’ আখ্যা দিয়ে তিনি বলেন, আজ যারা দেশের সংসদে প্রতিনিধিত্ব করে তাদের কেউ চেনে না। কে তারা, কোথা থেকে এসেছে কেউ জানেনা। এই সংসদ দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি।

মাহবুবুর রহমান বলেন, ১৯৫২ সালের পরে ২০ বছর আমরা একুশের চেতনা ভূলিনি। একুশের চেতনা আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। স্বাধীনতার পরে গত ৪২বছর আমরা একুশের চেতনা আমাদের মাঝে ধরে রাখতে পারিনি।
তিনি বলেন, এখন দেশে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, মানবিক সংকট তৈরী হয়েছে। গোটা বিশ্ব দশম সংসদ নির্বাচন অবৈধ বলে তা বর্জন করেছে। কেউ এই নির্বাচন মেনে নেয়নি। কিন্তু সরকার এ বিষয়টি বুঝতে পারছে না। এতে দেশ গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

সংগঠনের সভাপতি খালেকুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির (একাংশের) চেয়ারম্যান কাজী জাফর আহমেদ, সাবেক মন্ত্রী ডা. টি আই এম ফজলে বাব্বী চৌধুরী, জাতীয় পার্টির (একাংশের) প্রেসিডিয়াম সদস্য এস এম এম আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল, অধ্যাপক পিয়াস করীম, আহসান হাবীব লিংকন প্রমুখ।

 

রাইজিংবিডি / রেজা / সনি

রাইজিংবিডি.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়