ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আমরা দুঃখিত: ইসি সচিব

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১২, ২৮ ফেব্রুয়ারি ২০২১  
আমরা দুঃখিত: ইসি সচিব

পঞ্চমধাপের পৌরসভা নির্বাচনে সৈয়দপুরে একজন নিহতের ঘটনায় নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার বলেছেন, ‘কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। এজন্য আমরা সবাই দুঃখিত।’

রোববার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের মিডিয়া সেন্টারে ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন।

সৈয়দপুরে একজন নিহত হওয়ার বিষয়ে সচিব বলেন, ‘কোনো মৃত্যুই কাঙ্ক্ষিত নয়। এজন্য আমরা সবাই দুঃখিত। সৈয়দপুরে সরকারি মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রের পাশে ছোটন অধিকারী নামে একজন আহত অবস্থায় ছিলেন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যানে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন কোনো ছিল না। সুরতহালে এরকমই পাওয়া গেছে। কোনো আঘাতে চিহ্ন নেই। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’

মো. হুমায়ুন কবীর বলেন, ‘২৯টি পৌরসভা, চারটি উপজেলা পরিষদের উপনির্বাচন এবং জেলা পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কোনো কেন্দ্রের ভোট বন্ধ করা হয়নি। আমাদের রিটার্নিং কর্মকর্তা ও মনিটরিং সেল ঘণ্টায় ঘণ্টায় যে প্রতিবেদন পাঠিয়েছে, তাতে এখন পর্যন্ত যা বুঝতে পেরেছি, নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যদি ওই ব্যক্তির মৃত্যু পুলিশের না হয় তাহলে, আমি মনে করি, ভোট ভাল হয়েছে।’ 

নির্বাচন বর্জনের বিষয়ে মো. হুমায়ুন কবীর বলেন, যদি কেউ নির্বাচন প্রত্যাখান করে, এটি নিতান্তই তার ইচ্ছে। তিনি করতেই পারেন। তিনি যদি আমাদের কাছে, রিটার্নিং অফিসার বা কমিশনেও যদি তারা কোনো অভিযোগ করেন, তদন্ত করে দেখা হবে। 

তিনি বলেন, ‘আজ চারঘাটে ককটেল বিস্ফোরণ হয়েছে। সেখানে চারজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। রিটার্নিং অফিসার আমাদের জানিয়েছেন, সেখানে ভোট সুষ্ঠু হয়েছে। ইভিএমে জালভোট দিতে গেলে একজনকে ৫ হাজার টাকা জরিামানা করা হয়েছে। স্থগিত চারটি কেন্দ্রের ভোটও সুষ্ঠু হয়েছে। তাই বলতে পারি, যে কেউ ইচ্ছা করলে প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন। এটি নিতান্তই তার ব্যাপার।’

ইউপি নির্বাচনে বিএনপির অংশ না নেওয়ার ঘোষণায় ইসি কোনো প্রশ্নের মুখে পড়ল কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন কমিশন সব সময় চায়, প্রতিটি দল নির্বাচনে অংশ নিক। আমাদের কাছে যিনি সহযোগিতা চাইবেন, নির্বাচন কমিশন সহযোগিতা দেবে।  এখনো তো তফসিল ঘোষণা করিনি। তফসিল ঘোষণার সময় আমরা বিষয়টি দেখব।

ভোটার দিবস উদযাপন নিয়ে ইসি সচিব বলেন, ‘আমাদের ভোটার দিবসের মূল প্রতিপাদ্য হলো- ১৮ বছর হলে ভোটার হতে আর দেরি নয়। ভোটার দিবস উদযাপনের মধ্য দিয়ে নাগরিকরা তাদের অধিকার বিষয়ে সচেতন হবেন।

 

ঢাকা/হাসিবুল/এসএন 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়