ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৩৫, ২ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:৩৮, ২ এপ্রিল ২০২১
চলতি মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা

চলতি এপ্রিল মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সঙ্গে ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে। 

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ শাহীনুর রহমান জানান, চলতি মাস অর্থাৎ এপ্রিল মাসে বঙ্গোপসাগরে একাধিক নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়াও তীব্র কালবৈশাখী ঝড়ও বয়ে যেতে পারে।

তিনি জানান, এপ্রিল মাসে দেশের পশ্চিমাঞ্চলের কিছু কিছু স্থানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে যেতে পারে। এছাড়াও উত্তর ও মধ্যাঞ্চলে দুই থেকে তিনটি বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, চলতি মাসের শেষের দিকে দেশের উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন ভারতীয় অংশে ভারী বৃষ্টি বৃষ্টিপাতজনিত কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের কিছু স্থানে পানি সমতল দ্রুত বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে।

হাসিবুল/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়