ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাউছিয়ায় দোকান মালিক ও কর্মচারীদের বিক্ষোভ

জ‌্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৩, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ১২:১৮, ৫ এপ্রিল ২০২১

লকডাউনে মার্কেট ও দোকান বন্ধ রাখার নির্দেশনার প্রতিবাদে অবস্থান নিয়েছেন নিউমার্কেট ও আশপাশের বিপণিবিতানের দোকান মালিক-কর্মচারীরা।

সোমবার (৫ এপ্রিল) রাজধানীর গাউছিয়া, নুর ম্যানশন, চাঁদনী চক মার্কেটের হাজার হাজার দোকান মালিক এবং কর্মচারীরা সকাল সাড়ে ১০ টায় মিছিল নিয়ে রাস্তায় বের হলে গাউছিয়া মার্কেটের মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে।

আরো পড়ুন:

এ সময় তারা ‘লকডাউন মানি না’, ‘দোকানপাট খুলবো’ ইত্যাদি শ্লোগান দিতে থাকে।   নিউ মার্কেটের একজন কর্মচারী বলেন, আমাদের দাবি কয়েক ঘণ্টার জন্য বাজার খোলা রাখা।  কারণ আমাদের পরিবার আমাদের আয়ের ওপর নির্ভর করে।  দোকান বন্ধ থাকলে আমরা সংসার চালাবো কেমনে।

নিউমার্কেট থানা পুলিশ জানায়, অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে পুলিশ প্রস্তুত রয়েছে। 

 

মেসবাহ/সাইফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়