ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

লজ্জা থাকলে রিজাইন দিয়ে ঘরে ঢুকে যাইতেন, ওবায়দুল কাদেরকে মির্জা কাদের

নোয়াখালী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ১৬ এপ্রিল ২০২১   আপডেট: ১৬:১৭, ১৬ এপ্রিল ২০২১
লজ্জা থাকলে রিজাইন দিয়ে ঘরে ঢুকে যাইতেন, ওবায়দুল কাদেরকে মির্জা কাদের

আবদুল কাদের মির্জা (ফাইল ছবি)

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের শরম নেই মন্তব‌্য করেছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি বলেন, ‘আপনাকে কাল বাদল (সাবেক উপজেলা চেয়ারম্যান) গালি দিয়েছেন। আপনার শরম থাকলে এর প্রতিকার করতেন। করেন নাই। কালকেও রাজাকারের সন্তান বলেছেন। প্রকাশ্য দিবালোকে, রূপালি চত্বরে।  আপনার লজ্জা থাকলে রিজাইন দিয়া ঘরে ঢুকে যাইতেন।’

শুক্রবার (১৬ এপ্রিল) তার অনুসারী স্বপন মাহমুদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে কাদের মির্জা এসব কথা বলেন।  

ওবায়দুল কাদেরর উদ্দেশে কাদের মির্জা বলেন, ‘আপনি দলকেও ক্ষতিগ্রস্ত করছেন। আমি সবাইকে চিনি ওপর থেকে নিচ পর্যন্ত। আমরা কালোকে কালো বলবো।সাদাকে সাদা বলবো। আপনি এটা থেকে সরে যাবেন। আপনি প্রত্যেক দিন কসম কাড়েন। মেসেজ দেন। কসম আল্লার গজব পড়বে, আল্লাহ আছে।’ তিনি আরও বলেন, ‘কী করবেন, আমাকে মারি পালাবেন? পালান। জেলে দেবেন? দিন।’ 
 
সেতুমন্ত্রীর স্ত্রীকে ইঙ্গিত করে কাদের মির্জা বলেন, ‘তার স্ত্রী আমাকে মারার জন্য এক কোটি টাকা দিয়েছে। বাদল এগুলো সব রেকর্ড করে রাখছে। তার স্ত্রী বলছে আমাকে মারার জন্য। পরে বাদল রেকের্ডের হুমকি দিলে তাকে দ্রুত জেল থেকে ছাড়িয়ে নেন। বাঁচাইতে পারবেন? ওয়ান ইলেভেনের পরে দুদক তার বিরুদ্ধে মামলা দেই নাই। এটা এখন ধামা চাপা দিয়ে রাখছেন। ওয়ান ইলেভেনের পর তো বর্ডার দিয়ে চলে গেছেন চুরি করি। এখন বর্ডারের দরজা খুঁজে পাবেন না। কয়দিন বাঁচাবেন,কেমনে বাঁচাবেন, কারে দিয়ে বাঁচাবেন?’

মির্জা কাদের বলেন, ‘সিঙ্গাপুরে কত হাজার কোটি টাকা আপনার অসুস্থতার নামে তুলেছে। আরও হাজার কথা আছে। কার কার কাছে কত টাকা আছে, কোন কোন বান্ধবী ও আত্মীয়ের কাছে কত টাকা। আমার ছোট ভাই দেলোয়ার টাকার অভাবে ফাঁসি দেয়। আমার ভাই শাহাদাত টাকার অভাবে মানুষের দেনা মাথায় নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি কাদের লালন করেন?’

মেয়র আরও বলেন, ‘আপনার সহকারীরা সব কোটি কেটি টাকা বানাইছে। সবার গাড়ি, বাড়ি, ফ্ল‌্যাট সবার আছে।’ 

/সুজন/এনই/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়