ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

আরমানিটোলার আগুন: ইডেন কলেজ ছাত্রীসহ ৪ জনের মৃত্যু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৬, ২৩ এপ্রিল ২০২১  
আরমানিটোলার আগুন: ইডেন কলেজ ছাত্রীসহ ৪ জনের মৃত্যু

রাজধানীর পুরান ঢাকার আরামানিটোলায় ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে সুমাইয়া ইডেন কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানায় পুলিশ।  অন্য ৩ জন হলেন, ভবনটির নিরাপত্তারক্ষী রাসেল, ওয়ালিউল্লাহ ও ভবনের বাসিন্দা মো. কবির।

শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে ফায়ার সার্ভিস সদরদপ্তরে ডিউটি অফিসার রাসেল শিকদার রাইজিংবিডিকে বলেন, আগুন নেভানোর পর সেখানে অভিযান পরিচালনা করা হয়। এরপর মরদেহগুলো উদ্ধার করা হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে রাখা হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, দগ্ধ ২১ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এদিকে, ভবনে আগুনে কারণ জানতে ফায়ার সার্ভিসের একটি তদন্ত কমিটি গঠন করেছে।  উপ-পরিচালক মেট্রো নুর হাসানকে প্রধান করে তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি আগামী এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে। 

এর আগে শুক্রবার দিবাগত রাতে সেহরির আগে আরমানিটোলার ছয়তলা ভবনের নিচতলায় কেমিক্যাল গোডাউনে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে তা ভবনের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে। বাসিন্দারা আগুনে আটকা পড়ে। পরে ফায়ার সার্ভিসের ১৯টি  ইউনিট প্রায় পাঁচ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মাকসুদ/সাইফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়