ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

১৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এলো সাততলা বস্তির আগুন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:১৮, ৭ জুন ২০২১   আপডেট: ১১:০৫, ৭ জুন ২০২১
১৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে এলো সাততলা বস্তির আগুন

রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ১৮ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

সোমবার (৭ জুন) সকালে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে ডিউটি অফিসার কামরুল হাসান রাইজিংবিডিকে এ তথ‌্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ভোর ৪টার দিকে মহাখালীর সাততলা বস্তিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৮টি ইউনিটের কর্মীরা চেষ্টা চালিয়ে ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মহাখালীর সাততলার বস্তিতে নিম্নআয়ের মানুষের বাস। প্রায় ৩ হাজার ঘর রয়েছে। ঘরগুলো কাঠ-বাঁশের তৈরি। এ কারণে আগুন বস্তির ঘরগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনে শত শত ঘর পুড়ে গেছে। এ কারণে মানুষ খোলা আকাশের নিচে কিংবা রাস্তায় নেমে আহাজারি করছেন।

বস্তির বাসিন্দা রাহেলা বলেন, ‘ঘর থেকে কিছুই নিয়ে বের হতে পারিনি। সব পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমি দুই সন্তান নিয়ে যাব কোথায়? আমার সারা বছরের অর্জিত সম্পদ পুড়ে গেল চোখের সামনে। কিছুই করতে পারলাম না।’

আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসেন।

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আগুন লাগার একাধিক কারণ রয়েছে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরই আগুনের প্রকৃত কারণ জানা যাবে।’

ঢাকা/মাকসুদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়