ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুর্মিটোলায় নামবে চীনা টিকাবাহী বিমান

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৫, ১৩ জুন ২০২১   আপডেট: ১৮:০৫, ১৩ জুন ২০২১
কুর্মিটোলায় নামবে চীনা টিকাবাহী বিমান

চীন সরকারের উপহারের দ্বিতীয় চালান নিয়ে এরই মধ্যে বিমান বাহিনীর দুটি পরিবহন বিমান ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর টিকা কুর্মিটোলায় বাংলাদেশ বিমানবাহিনীর ঘাঁটিতে নামানো হবে।

রোববার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক মো. নূর ইসলাম রাইজিংবিডিকে এই তথ্য জানিয়েছেন। 

আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সকাল ১০টায় টিকা নিয়ে দুটি সি-১৩০জে বিমান ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। বিকাল সাড়ে ৫টায় টিকা নিয়ে বিমান ঢাকায় পৌঁছাবে। এর আগে  টিকা আনতে গতকাল শনিবার রাতে চীন যায় বিমান বাহিনীর দুটি সি-১৩০জে পরিবহন বিমান। 

চীন গত ১২ মে সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায়। তার ৯ দিনের মাথায় চীন দ্বিতীয় দফায় বাংলাদেশকে টিকা উপহার দেওয়ার ঘোষণা দেয়। 

গত ২১ মে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইর ফোনালাপ হয়। সেই ফোনালাপের সময় চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশকে দ্বিতীয় দফায় ছয় লাখ টিকা উপহার দেওয়ার কথা জানান।

পরে চীনের দূতাবাস থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের করোনা সংক্রমণের ওপর চীনের নজর রয়েছে। বাংলাদেশে জরুরি ভিত্তিতে টিকার বিপুল চাহিদার প্রেক্ষাপটে সরবরাহের ঘাটতির বিষয়ে চীন উদ্বিগ্ন। ফলে দ্বিতীয় দফায় টিকা উপহারের ঘোষণা বাংলাদেশের প্রতি চীনের বন্ধুত্বের নিদর্শন।

ঢাকা/হাসান/এমএম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়