ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০৫, ২৬ জুন ২০২১   আপডেট: ২১:২৪, ২৬ জুন ২০২১
বাংলাদেশকে মডার্নার ২৫ লাখ টিকা দেবে যুক্তরাষ্ট্র

বাংলাদেশ কোভ্যাক্স প্ল্যাটফর্ম থেকে করোনাভাইরাস প্রতিরোধী মডার্নার টিকার ২৫ লাখ ডোজের যে চালান পেতে যাচ্ছে, সেগুলো সরবরাহ করছে যুক্তরাষ্ট্র সরকার।

শনিবার (২৬ জুন) ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার এক টুইট বার্তায় এ তথ্য জানিয়েছেন।

রাষ্ট্রদূত বলেছেন, ‘করোনা প্রতিরোধে সহায়তার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র গ্যাভি-কোভ্যাক্স উদ্যোগের মাধ্যমে বাংলাদেশকে শিগগিরই মডার্নার ২৫ লাখ টিকা দেবে। করোনা প্রতিরোধে যুক্তরাষ্ট্র সরকারের সহায়তার অঙ্গীকার পূরণে এ টিকা দেওয়া হচ্ছে।’

প্রসঙ্গত, কোভ্যাক্স প্ল্যাটফর্মটি গড়ে তোলা হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস (গ্যাভি) এবং কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের (সিইপিআই) উদ্যোগে।

এ জোটের মাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে প্রতিটি দেশের মোট জনসংখ্যার ২০ শতাংশের জন্য বিনা মূল্যে টিকার ব্যবস্থা করার কথা। কোভ্যাক্স থেকে প্রথম ধাপে ১ কোটি ২৭ লাখ ডোজ টিকা পাওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু, বিশ্বজুড়ে টিকার সংকট দেখা দেওয়ায় তা সম্ভব হচ্ছে না।

গত ৩১ মে কোভ্যাক্সের পক্ষ থেকে পাঠানো হয় ফাইজারের ১ লাখ ৬২০ ডোজ টিকা। রাজধানীর তিনটি কেন্দ্রে ওই টিকার প্রয়োগ চলছে।

ঢাকা/হাসান/রফিক

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়