ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘ভ‌্যাকসিনের জন‌্য বরাদ্দ ১৪ হাজার ২০০ কোটি টাকা’

|| রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ২৯ জুন ২০২১  
‘ভ‌্যাকসিনের জন‌্য বরাদ্দ ১৪ হাজার ২০০ কোটি টাকা’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাভাইরাসের ভাকসিন কেনার জন্য বাজেটে ১৪ হাজার ২০০ কোটি টাকা বরাদ্দ রেখেছি।

মঙ্গলবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন উৎস থেকে ইতিমধ্যে এক কোটি ১৪ লাখ ৬ হাজার ডোজ ভ্যাকসিন সংগ্রহ করেছি। যারা বিদেশ যাচ্ছে তাদের আগে ভ্যাকসিন দেওয়ার পদক্ষেপ নেওয়া হয়েছে। যাতে বিদেশে গিয়ে তাদের কোয়ারেন্টাইনে থাকতে না হয়। কর্মস্থলে যেতে পারে সেই ব্যবস্থা নিয়েছি।’

তিনি বলেন, ‘পর্যায়ক্রমে দেশের ৮০ শতাংশ মানুষকে ভ্যাকসিনের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করেছি। ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে বয়সের সীমাবদ্ধতা রয়েছে। তা বিবেচনায় রেখে ভ‌্যাকসিন দেওয়া হবে। যাতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা যায়।’

ঢাকা/আসাদ/ইভা 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়