ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুমিল্লা নগরীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ, চরম দুর্ভোগ

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৯, ১৬ আগস্ট ২০২১  
কুমিল্লা নগরীতে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ, চরম দুর্ভোগ

গ‌্যাস না থাকায় সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে

কুমিল্লা নগরীতে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

সোমবার (১৬ আগস্ট) ভোর থেকে নগরীর ২৭টি ওয়ার্ড ও এর আশপাশের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ আছে।

গ্যাস না থাকায় আবাসিক গ্রাহকদের পাশাপাশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান বিপাকে পড়েছে। কখন গ্যাস সরবারহ স্বাভাবিক হবে, এ নিয়ে দুশ্চিন্তায় আছেন তারা। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ‌্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। কখন গ্যাস সরবরাহ শুরু হবে, তাও জানায়নি বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

দুপুর ১২টার দিকে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ইঞ্জিনিয়ারিং সার্ভিস ডিপার্টমেন্টের উপ-মহাব্যবস্থাপক প্রকৌশলী মর্তুজা রহমান খান বলেছেন, ‘এ সমস্যা আমাদের এখান থেকে সৃষ্টি হয়নি। গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) থেকে আমরা গ্যাস সরবরাহ করি। চান্দিনা কুটুম্বপুর এলাকায় তাদের গ্যাস সরবরাহ লাইনের বাল্ব হঠাৎ নষ্ট হয়েছে। এ টেকনিক্যাল সমস্যার কারণে হঠাৎ করেই গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে।’

তিনি জানান, কুটুম্বপুর সামিট পাওয়ার স্টেশনে জনবল সংকট আছে। চট্টগ্রাম থেকে লোকজন এসে লাইন মেরামত করছে। টেকনিক্যাল সমস্যার সমাধান হলে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে। আরও ৪-৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকতে পারে।

নগরীর হাউজিং এলাকার বাসিন্দা হেনা বেগম রাইজিংবিডিকে বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানাতে গিয়ে দেখি, গ্যাস নেই। বাসায় মেহমান আছে। এভাবে হঠাৎ গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছি। বাধ্য হয়ে হোটেল থেকে নাস্তা ও দুপুরের খাবার এনে মেহমানদের আপ‌্যায়ন করেছি।’

নগরীর টমছম ব্রিজ এলাকার বাসিন্দা উম্মে সালমা বলেছেন, ‘গ্যাস সরবরাহ কোনো কারণে বন্ধ হলে, সেটা আগে থেকে জানানো উচিত। গ্রাহক তাহলে নিজেদের মতো ব্যবস্থা করতে পারে। হঠাৎ গ্যাস চলে যাওয়ায় রান্না নিয়ে চরম দুর্ভোগে পড়েছি।’

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়