ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘জনগণকে টিকা দিয়ে খ্যাতি কুড়িয়েছে বাংলাদেশ’

সংসদ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৬, ৮ নভেম্বর ২০২১  
‘জনগণকে টিকা দিয়ে খ্যাতি কুড়িয়েছে বাংলাদেশ’

জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেছেন, ‘জনগণকে টিকা দিয়ে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি কুড়িয়েছে। এ সাফল্যের স্বীকৃতি হিসেবে ২০১৯ সালে গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভ্যাকসিন হিরো হিসেবে পুরস্কৃত করে। এরও আগে বাংলাদেশ ২০০৯ ও ২০১২ সালে বেস্ট পারফরম্যান্স পুরস্কার লাভ করেছিল।’

সোমবার (৮ নভেম্বর) পার্লামেন্ট মেম্বারস ক্লাবের শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাস এবং ইউনিসেফের যৌথ আয়োজনে শিশুদের টিকাদান বিষয়ে ব্রিফিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চিফ হুইপ বলেন, ‘দেশে উন্নত মানের ১০ ধরনের টিকা দেওয়া হয়। শূন্য থেকে দুই বছর বয়সী সব শিশু এবং ১৫ থেকে ৪৯ বছর বয়সী সন্তান ধারণক্ষম সব নারী টিকা কর্মসূচির আওতায় আছেন। ইপিআই কর্মসূচির ফলে ২০০৮ সাল থেকে মা ও নবজাতকের ধনুষ্টংকার অনেক কমেছে। ২০১৪ সালের ২৭ মার্চ বাংলাদেশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছ থেকে পোলিও নির্মূল সনদও লাভ করেছে।’

শিশু অধিকারবিষয়ক সংসদীয় ককাসের সভাপতি শামসুল হক টুকুর সভাপতিত্বে অনুষ্ঠানে সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, মো. রেজাউল করিম বাবলু, অ্যারোমা দত্ত, তামান্না নুসরাত বুবলী, আদিবা আনজুম মিতা, বাসন্তী চাকমা, খোদেজা নাসরিন আক্তার হোসেন, সৈয়দা রুবিনা আক্তার, ইউনিসেফ বাংলাদেশ হেলথ সেকশনের চিফ ডা. সানজানা ভরদ্বাজ এবং ‘বাংলাদেশ প্রজন্ম সংসদ’ থেকে আসা শিশুরা বক্তব্য রাখেন।

আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়