Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৭ নভেম্বর ২০২১ ||  অগ্রহায়ণ ১৩ ১৪২৮ ||  ২০ রবিউস সানি ১৪৪৩

সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি রাঙ্গা, মহাসচিব এনায়েত

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ২৫ নভেম্বর ২০২১   আপডেট: ২১:০৯, ২৫ নভেম্বর ২০২১
সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি রাঙ্গা, মহাসচিব এনায়েত

মসিউর রহমান রাঙ্গা ও খন্দকার এনায়েত উল্যাহ

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি পদে সংসদ সদস্য মসিউর রহমান রাঙ্গা ও মহাসচিব পদে খন্দকার এনায়েত উল্যাহ নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার হলে সংগঠনটির দ্বিবার্ষিক সাধারণ সভা ও কাউন্সিলে নতুন কমিটি গঠন করা হয়। এতে সভাপতিত্ব করেন মসিউর রহমান রাঙ্গা।

সভায় দেশের সব জেলা থেকে আসা প্রায় ৭০০ জন কাউন্সিলর ও ডেলিগেট উপস্থিত ছিলেন।

সভার প্রথম অধিবেশনে সাংগঠনিক বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। দ্বিতীয় অধিবেশনে সমিতির দ্বিবার্ষিক নির্বাচন (২০২১-২৩) হয়।

অধিবেশনে সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মসিউর রহমান রাঙ্গা এবং মহাসচিব পদে খন্দকার এনায়েত উল্যাহ নির্বাচিত হন। এর পাশাপাশি সমিতির গঠনতন্ত্র মোতাবেক ১২১ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়।

হাসিবুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়