ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে শক্তিশালীকরণের আহ্বান 

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৮, ১ ডিসেম্বর ২০২১  
বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে শক্তিশালীকরণের আহ্বান 

মহামারি করোনার মতো সংকট মোকাবিলা করার জন্য বিশ্ব স্বাস্থ্য কাঠামো, বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (হু) আরও শক্তিশালী করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার চলমান বিশেষ অধিবেশনে অংশ নিয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মো. মোস্তাফিজুর রহমান এই আহ্বান জানান।

আরো পড়ুন:

বুধবার (১ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কোভিড-১৯ এর মতো সংকট মোকাবিলায় বর্তমান অভিজ্ঞতার আলোকে বিশ্বের করণীয় সম্বলিত একটি সম্ভাব্য কনভেনশন বা দলিল প্রস্তুত করার লক্ষ্যে সিদ্ধান্ত গ্রহণের উদ্দেশ্যে তিন দিনব্যাপী এ বিশেষ অধিবেশনটি হচ্ছে।

প্রস্তাবিত দলিলে মেধাস্বত্ব রহিতকরণ, উন্নয়নশীল বিশ্বের সক্ষমতা বৃদ্ধি, কারিগরি সহায়তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক সহায়তা প্রদানের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত করার জন্য বাংলাদেশের রাষ্ট্রদূত জোর দাবি জানান।  

প্রসঙ্গত, আগামী বছরের শুরুতে দলিলটি প্রস্তুতকরণের প্রক্রিয়া শুরু করার কথা রয়েছে। সেই বিষয়ে একটি দিকনির্দেশনা চলমান বিশেষ অধিবেশনে নেওয়ার কথা রয়েছে।

ঢাকা/হাসান/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়