ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠানোর চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

সচিবালয় প্রতিবেদক   || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫২, ১৯ ডিসেম্বর ২০২১  
মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠানোর চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন

সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব

মালদ্বীপে স্বাস্থ্যকর্মী পাঠাতে কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল চুক্তি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়া হয়েছে।

রোববার (১৯ ডিসেম্বর) ভার্চুয়াল মন্ত্রিসভার বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। গণভবন থেকে প্রধানমন্ত্রী এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা বৈঠকে যোগ দেন। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী আগামী কয়েকদিনের মধ্যে মালদ্বীপ যাচ্ছেন। এটা মালদ্বীপের সঙ্গে আমাদের কোয়ালিফাইড হেলথ প্রফেশনাল গ্রহণের জন্য একটা চুক্তি। আমাদের এতোদিন একটা এমওইউ ছিলো, সেটার মাধ্যমে স্বাস্থ্যকর্মীরা যেতেন। এটাকে (এমওইউ) ২০২৪ সাল পর্যন্ত বাড়াতে চায় মালদ্বীপ।’

ঢাকা/আসাদ/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়