ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ধানমন্ডি লেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ৪ জানুয়ারি ২০২২  
ধানমন্ডি লেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

রাজধানীর ধানমন্ডি লেকের হাঁটার পথ (ওয়াকওয়ে) দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 

মঙ্গলবার (৪ জানুয়ারি) দিনব্যাপী অভিযান চালিয়ে ৩৫ কক্ষ বিশিষ্ট একটি আধাপাকা ভবন উচ্ছেদ করা হয়।

দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা মেরিনা নাজনীন, সম্পত্তি বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিফা খান ও আবদুস সামাদের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। এ সময় তিতাস গ্যাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানকালে ওই ভবনের প্রায় সব কক্ষে অবৈধ গ্যাস সংযোগ দেখা যায়।

অভিযান প্রসঙ্গে দক্ষিণ সিটির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, ‘ধানমন্ডি লেক ঘিরে জনগণের জন্য হাঁটার পথ তৈরি করার লক্ষ্যে আমরা অক্টোবর মাসের শেষ সপ্তাহে লেকের জায়গায় সব স্থাপনা উচ্ছেদ শুরু করি। সে সময় গণপূর্ত অধিদপ্তরের চতুর্থ শ্রেণির কর্মচারীদের জন্য নির্মিত অনুমোদনহীন ভবনে বসবাসরত বাসিন্দারা ১৫ দিন সময় চান। সেখানকার বাসিন্দাদের প্রায় সবাই ইতোমধ্যে সেখান থেকে সরে গেলেও ওই ভবন থেকে যায়। এতে ওয়াকওয়ে তৈরির কাজ বাধাগ্রস্ত হচ্ছিল। এজন্য আজ অভিযান চালিয়ে আমরা সেই অবৈধ অবকাঠামো উচ্ছেদ করেছি।’

আসাদ/রফিক

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়