ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

‘সবাই বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে, স্বাস্থ্যবিধি মানছে না’

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ৩০ জানুয়ারি ২০২২   আপডেট: ১২:৫৯, ৩০ জানুয়ারি ২০২২
‘সবাই বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে, স্বাস্থ্যবিধি মানছে না’

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, সবাই বেপরোয়াভাবে ঘুরে বেড়াচ্ছে। অন্যকে আক্রান্ত করছে। কেউ কক্সবাজারে যাচ্ছে, বাণিজ্য মেলায় যাচ্ছে। বিয়েশাদির অনুষ্ঠানে যাচ্ছে। অথচ স্বাস্থ্যবিধি মানছে না।

রোববার (৩০ জানুয়ারি) রাজধানীর মহাখালীতে বিসিপিএস অডিটোরিয়ামে কোভিড-১৯ এর সার্বিক পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন দেওয়া অব্যাহত রেখেছি।  ভ্যাকসিন দেওয়ার ফলে মৃত্যুহার কম।  করোনা টিকার প্রথম ডোজ ৯ কোটি ৭০ লাখ লোককে দেওয়া হয়েছে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬ কোটি মানুষকে। এছাড়াও স্কুলের ১ কোটি ৪০ লাখ ছেলে-মেয়েদের টিকা দিয়েছি। এ মাসেই ৩ কোটি ৪০ লাখ মানুষকে টিকা প্রদান করেছি। এটা বড় একটা অর্জন। আমরা মোট টিকা প্রদান করেছি ১৫ কোটি ৭০ লাখ। এখন ওয়ার্ড পর্যায়েও টিকা দেওয়া হচ্ছে। বাস মালিক, দোকান মালিক সমিতি- এসব  জায়গার কিছু লোক টিকা নেয়নি। এ সংগঠনগুলোকে চিঠি দিয়েছি, যাতে তারা টিকা নিতে বাধ্য হয়।

সরকারের এতসব উদ্যোগের পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, মাস্ক পরা, জনবহুল এলাকা এড়িয়ে চলার পাশাপাশি টিকা নেওয়ার জন্যও অনুরোধ জানান মন্ত্রী। 

/মেয়া/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়