ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কওমি শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৪, ৬ ফেব্রুয়ারি ২০২২  
কওমি শিক্ষার্থীদের টিকা দেওয়া শুরু

পূর্বঘোষণা অনুযায়ী দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের করোনার টিকা দেওয়া শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নূরানী মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান শুরু হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এদের ফাইজারের টিকা দেওয়া হবে।

টিকা কার্যক্রমের সময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা সিভিল সার্জন উপস্থিত ছিলেন।

এতদিন স্কুল-কলেজের শিক্ষার্থীরা টিকা পেলেও মাদ্রাসা শিক্ষার্থীরা টিকাদান কার্যক্রমের বাইরে ছিল। ফলে দেশের প্রায় ১৯ হাজার কওমি মাদ্রাসার ১৪ লাখের বেশি শিক্ষার্থী এবার পর্যায়ক্রমে টিকার আওতায় এসেছে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, বৃহস্পতিবার পর্যন্ত দেশে নয় কোটি ৮৬ লাখ ৩৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন। দ্বিতীয় ডোজ পেয়েছেন ছয় কোটি ৩৯ লাখ ১৩ হাজারের বেশি মানুষ। তৃতীয় ডোজ অর্থাৎ বুস্টার ডোজ পেয়ছেন ১৮ লাখ ৯৬ হাজারের বেশি মানুষ।

এর বাইরে এক কোটি ৪১ লাখ ২৬ হাজার শিক্ষার্থীকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে। আর দ্বিতীয় ডোজ দিয়েছে ২৫ লাখ ৫৮ হাজারের বেশি শিক্ষার্থীকে।

/মেয়া/এসবি/

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়