ঢাকা     বুধবার   ০৮ মে ২০২৪ ||  বৈশাখ ২৫ ১৪৩১

টিসিবির বিক্রয় কার্যক্রম শুরু

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৮, ৬ মার্চ ২০২২  
টিসিবির বিক্রয় কার্যক্রম শুরু

নবমবারের মতো সাশ্রয়ী মূল্যে কয়েকটি পণ্য বিক্রি শুরু করেছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। 

টিসিবির একটি সূত্র জানিয়েছে, বর্তমানে নিত্য প্রয়োজনীয় প্রতিটি জিনিস বিশেষ করে তেল, পেঁয়াজ, চিনি ও ডালের দাম অনেক বেশি। সামনে রমজান মাস আসছে। তাই প্রধানমন্ত্রীর নির্দেশনায় এক কোটি নিম্ন আয়ের পরিবারকে মাসে দুবার করে ভর্তুকি মূল্যে পণ্য পৌঁছে  দেওয়ার লক্ষ্যে টিসিবি ভ্রাম্যমাণ ট্রাকে বিক্রয় কার্যক্রম শুরু করেছে।

রোববার (৬ মার্চ) থেকে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় প্রতিদিন ১৫০টি ট্রাকে করে পরিবেশকদের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এই বিক্রয় কার্যক্রম ৬ মার্চ শুরু হয়ে ২৪ মার্চ পর্যন্ত (শুক্রবার ছাড়া) প্রতিদিন চলবে। এরপর দুদিন বিরতি দিয়ে ২৭ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত আবারও পণ্য বিক্রি করা হবে।

মোহাস্মদপুর রিং রোড এলাকায় টিসিবির লাইনে দাঁড়িয়ে থাকা ক্রেতা হালিমা বেগম বলেন, ‘সকাল থেকে অপেক্ষা করছি। দুপুর ১২টার পরে টিসিবির ট্রাক এসেছে। বিক্রি শুরু হওয়ার একটু পরই তারা বলবে, মালামাল শেষ। লাইনে দাঁড়ানো অনেক মানুষ প্রয়োজন মতো টিসিবির পণ্য কিনতে পারেনা।’ 

লিটন দাস বলেন, 'তেল, চিনি, ডাল, পেঁয়াজ পেয়েছি। তেল দুই লিটারের বেশি দেয় না। পেঁয়াজ দুই কেজি নিয়েছি। মান বেশি ভালো না। তাও পেয়েছি, এতেই খুশি। বাজারে ৬৫-৭০ টাকা পেঁয়াজের কেজি। এখান থেকে নিলাম ৩০ টাকা করে।'

পরিবেশক সাদেক ট্রেডার্সের বিক্রয়কর্মী রহমত আলী বলেন, 'যাত্রাবাড়ি থেকে মালাসাল নিয়ে আসতে সময় লেগে যায়। ৪০০ থেকে সাড়ে ৪০০ মানুষের জন্য পণ্য নিয়ে আসি। সারুষ আসে ৫০০ থেকে ৬০০। তাই সবাই মালামাল পায় না। আমাদেরও খারাপ লাগে।'

নির্ধারিত পরিবেশকদের মাধ্যমে ঢাকার বাইরে অন্য সব মহানগর, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে টিসিবির সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম ১৫ মার্চ থেকে শুরু হবে বলেও জানা গেছে।

এবারের কার্যক্রমে একজন ক্রেতা ৩০ টাকা কেজি দরে দুই কেজি পেঁয়াজ, ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ২২০ টাকায় দুই লিটার সয়াবিন তেল এবং ৬০ টাকা দরে মশুরের ডাল টিসিবির ট্রাক থেকে নিতে পারবেন।

মেয়া/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়