ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

বন্যাদুর্গতদের মাঝে আহলে সুন্নাতের ত্রাণ বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৪, ২৩ জুন ২০২২  
বন্যাদুর্গতদের মাঝে আহলে সুন্নাতের ত্রাণ বিতরণ

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে আহলে সুন্নাত ওয়াল জামাআত বাংলাদেশ।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল থেকে সিলেটে বন্যাদুর্গতদের মাঝে নগদ টাকা, শুকনো খাবার, ওষুধসহ ত্রাণ বিতরণকালে সংগঠনের নির্বাহী মহাসচিব আল্লামা মুফতি আবুল কাসেম ফজলুল হক এ আহ্বান জানান।

তিনি বলেন, সাধারণ মানুষের অসহায়ত্ব প্রমাণ করে আমরা দুর্যোগ মোকাবিলায় কতটা অসহায়। বাড়িঘর, ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। আমরা যেখানে গিয়েছি সেখানে ত্রাণ পৌঁছেনি। এ থেকে প্রমাণ করে কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতি আছে।

মুফতি কাসেম সরকারকে দ্রুত বন্যার্থদের জন্য যথাযথ পদক্ষেপ এবং বন্যাপরবর্তী পুনর্বাসনের আহ্বান জানান।  পরে তিনি বানভাসি মানুষের জন্য বিশেষ মোনাজাত করেন। 

সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন স্থানে আহলে সুন্নাতের পক্ষ থেকে টানা তিন দিন ধরে প্রায় ২০ লাখ টাকার ত্রাণ বিতরণ করা হয়েছে।

সংগঠনের নির্বাহী মহাসচিব মুফতি আল্লামা আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হকের নেতৃত্বে অর্থসচিব সৈয়দ মুখতার আহমদ সিদ্দীকি, দপ্তর সচিব মুহাম্মদ আবদুল হাকিম, মুহাম্মদ নূরুল হক চিশতী ও কে এম মোবারক হোসাইনসহ নেতাকর্মীরা নগদ টাকা, ওষুধ, বিস্কুট, চিড়া, গুর, মুড়ি, পানি বিতরণ করেন।

/নঈমুদ্দীন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়