ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কোরবানির ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৭, ৩০ জুন ২০২২   আপডেট: ১০:৪৩, ৩০ জুন ২০২২
কোরবানির ঈদ কবে, জানা যাবে সন্ধ্যায়

জিলহজ মাসের চাঁদ দেখা গেছে মধ্যপ্রাচ্যে। সেই অনুযায়ী সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ৯ জুলাই।

বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা কবে উদযাপিত হবে, তা জানা যাবে বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায়। এদিন ঈদুল আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৩ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

বুধবার (২৯ জুন) ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন বলেন, ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় ওই সভায় চাঁদ দেখার খবর পর্যালোচনা করে ঈদুল আজহার তারিখ নির্ধারণ করবে কমিটি।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে টেলিফোনে ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২,
০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭ ও ০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১ নম্বরে ফ্যাক্স করে জানাতে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।

পড়ুন: সৌদি আরবে ঈদুল আজহা ৯ জুলাই

/নঈমুদ্দীন/সাইফ/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়