ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

বীর মুক্তিযোদ্ধা সমাবেশ শুরু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ১ ডিসেম্বর ২০২২  
বীর মুক্তিযোদ্ধা সমাবেশ শুরু

ছবি: রাইজিংবিডি

ঢাকা জেলা ইউনিট কমান্ড ও মহানগর ইউনিট কমান্ডের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) রাজধানীর সোহরওয়ার্দী উদ্যানে এ সমাবেশ শুরু হয়। সকাল ১১টায় সমাবেশে পতাকা উত্তোলন করেন অতিথিরা।

সমাবেশের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম. মোজাম্মেল হক। উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। প্রধান বক্তা ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা  শাজাহান খান। 

আরো পড়ুন:

বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজির আহমেদ, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আগাখান মিন্টু, মুক্তিযুদ্ধ সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান মেজার জেনারেল (অব.) হেলাল মোর্শেদ খান বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা মাহাবুব উদ্দিন আহমেদ বীর বিক্রম, বীর মুক্তিযোদ্ধা ওসমান আলী, বাংলাদেশ মুক্তিযুদ্ধ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহাবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজী মোজাম্মেল হক।

এর আগে ঢাকা জেলা ও মহানগর এবং সারাদেশ থেকে বীর মুক্তিযোদ্ধারা সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হন।

/সুকান্ত/সাইফ/


সর্বশেষ

পাঠকপ্রিয়