শিবচরে বাস খাদে: ঢামেকে ২ জনের মৃত্যু
বুলবুল চৌধুরী, ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে নারীসহ ৯ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেকে) হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এদের মধ্যে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মাদারীপুরে যাত্রীবাহী বাস খাদে, নিহত বেড়ে ১৭
চিকিৎসাধীন ৭ জন হলেন বাসযাত্রী ফয়সাল আহমেদ (৩৬), আ হামিম (৫০), বদরুদ্দোজা (৩০), পঙ্কজ কান্তিজ ঘোষ (৪০), ঝুমা (৩৪), বুলবুল (৫০) ও এনামুল (৪০)।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া বলেন, এখন পর্যন্ত ৯ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এর মধ্যে অজ্ঞাতনামা দুই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাকি ৭ জনের মধ্যে দু-তিনজনের অবস্থা আশঙ্কাজনক। সবাইকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। রোববার (১৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।
/বুলবুল/সাইফ/