অসাধারণ লেখা ‘নিজ অফিসে মফস্বল সাংবাদিকের মূল্যায়ন’
|| রাইজিংবিডি.কম
ঢাকা, ২ জুন : আমি প্রতিদিনই কম বেশি পত্রিকা এবং অনলাইন থেকে নিউজ পড়ি। তাই স্বভাবতই রাইজিংবিডিও প্রথম থেকেই দেখি। সময় কম থাকলেও শুধু হেডলাইন হলেও পড়ি।
সংবাদমাধ্যমে প্রকাশিত অনেক লেখাই ভালো লাগে। আবার কিছু লেখা মনে হয় শুধু লেখার জন্য লিখেছে।
প্রতিদিনের মতো সেইদিনও রাইজিংবিডি পড়ছিলাম। হঠাৎ চোখ গেল পাঠকের লেখার টপ নিউজের ছবির দিকে। ছবিটিই নিউজটার ভেতরে টেনে নিয়ে গেলো আমাকে।
পড়ে ভালো লাগলো। শুধু ভালো লাগলো বললে ভুল হবে। এক কথায় অসাধারণ। একজন মফস্বল সাংবাদিককে এতো কষ্ট করতে হয় নিউজটা না পড়লে হয় তো জানা হতো না।
অনি আলী
শিক্ষার্থী
ড্যাফোডিল ইউনিভার্সিটি, ঢাকা
[email protected]
২ জুন, ২০১৩
রাইজিংবিডি.কম