ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৌদি আরবের দাম্মামে দূতাবাসের কনস্যুলার সেবা চালু

কূটনৈতিক প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫৬, ২৮ জুলাই ২০২৩  
সৌদি আরবের দাম্মামে দূতাবাসের কনস্যুলার সেবা চালু

সৌদি আরবের দাম্মাম শহরে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা শুক্রবার (২৮ জুলাই) শুরু হ‌য়ে‌ছে। প্রথম দিনে কয়েকশত বাংলাদেশি সেবা নিয়েছেন।

এখানে অভিবাসীদের ইকামার মেয়াদ বৃদ্ধির জন্য পাসপোর্ট নবায়ন, পাসপোর্ট রি-ইস্যু ও পাসপোর্ট সংক্রান্ত বিভিন্ন সেবা দেওয়া হয়। এছাড়া, দূতাবাসের শ্রম উইংয়ের পক্ষ থেকে স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় হুরুবপ্রাপ্ত, ইকামাবিহীন, ইকামার মেয়াদোত্তীর্ণ ও এক্সিট ভিসায় মেয়াদোত্তীর্ণ অভিবাসীদের আইনগত সহায়তা দেওয়া হয়। অভিবাসীদের প্রবাসী কল্যাণ কার্ডের জন্য নিবন্ধন করা হয় ও প্রবাসী কল্যাণ কার্ড বিতরণ করা হয়।

সেবা গ্রহণ করতে আসা প্রবাসীদের সৌদি আরবের আইন-কানুন মেনে চলার পরামর্শ দেওয়া হয়। পাশাপা‌শি, বিভিন্ন বিষয়ে সমস্যাগ্রস্ত অভিবাসীদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। একই স‌ঙ্গে প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধার কথা অভিবাসীদের কাছে প্রচার করা হয়। দূতাবাসের সোনালী ব্যাংকের পক্ষ থেকে অ্যাকাউন্ট খোলা, বন্ড করাসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। এসময় সেবা দেন দূতাবাসের বিভিন্ন উইংয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

উল্লেখ্য, কনস্যুলার সেবা আগামীকাল শনিবার বিকেল ৪টা পর্যন্ত দেওয়া হবে।

হাসান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়