ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ১৬:০৭, ২২ সেপ্টেম্বর ২০২৩  
ওয়ারীতে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারী মেথরপট্টি এলাকায় ড্রেন সম্প্রসারণের জন্য রাস্তায় খনন কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে দেলোয়ার হোসেন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঠিকাদারের মাধ্যমে তিনি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে কাজ করতেন।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

তাকে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. হোসেন মিয়া ও আজিজুর রহমান জানান, তারা থাকেন ওয়ারী জয়কালী মন্দিরসংলগ্ন ফ্লাইওভার ব্রিজের নিচে ঝুপড়ি ঘরে। ঠিকাদারের মাধ্যমে তারা সিটি করপোরেশনের শ্রমিক হিসেবে কাজ করেন। আজ সকাল থেকে ওয়ারী মেথরপট্টির একটি গলিতে ময়লার ড্রেন সম্প্রসারণের জন্য রাস্তা কাটার কাজ করছিলেন। শাবল দিয়ে দেলোয়ার রাস্তা কাটার সময় রাস্তার নিচে থাকা বিদ্যুতের তার কেটে যায়। তখন সেখান থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয় দেলোয়ার। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসা হয়। আনার পরপরই চিকিৎসক তাকে মৃত বলেন জানান।

সহকর্মীরা আরও জানান, তার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বৌলান গ্রামে। তার বাবার নাম কাস্তক মিয়া। দুই মাস ধরে দেলোয়ার তাদের সাথে শ্রমিকের কাজ করে আসছিলেন।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তদন্তের জন্য ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

/এসবি/

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়