ঢাকা     রোববার   ২৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৫ ১৪৩১

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট সেই শিশুটি বেঁচে আছে

প্রকাশিত: ১৬:৩১, ২২ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:৩৯, ২২ সেপ্টেম্বর ২০২৩
মিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট সেই শিশুটি বেঁচে আছে

বৃহস্পতিবার রাতে বৃষ্টি চলাকালীন মিরপুরে জলাবদ্ধতা

রাজধানীর মিরপুরে বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) প্রবল বৃষ্টিতে জমা পানিতে বিদুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনসহ ৪ জনের মৃত্যু হয়। এ সময় নয় মাসের শিশু হোসেনও আহত হয়। তাকে পা ধরে টেনে তোলার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় আহত হোসেনের পা ধরে টেনে তোলেন একজন। সেই শিশুটি বেঁচে আছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি পানির মধ্যে ডুবে থাকা একটি শিশুর পা ধরে টেনে তোলেন। দেখে শিশুটির বয়স ৬-৭ মাসের মতো বলে ধারণা করা হয়। তাকে টেনে তোলার পর আশপাশের নারীরা তাকে বাসায় নিয়ে রসুনের তেল মাখায়। পরে যখন তার নাক দিয়ে রক্ত বের হচ্ছিল তখন তাকে দ্রুত ঢামেক হাসপাতালে ভর্তি করানো হয়।

শিশুটিকে উদ্ধার করা একজন নারী জানান, চিকিৎকরা শিশুটিকে শিশু ওয়ার্ডে ভর্তি করে দেন। সেখান প্রাথমিক চিকিৎসা শেষে সকালে তাকে ছেড়ে দেন কর্তব্যরত চিকিৎসকরা। পরে আমরা তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাই। সেখানে তার অন্যান্য আত্মীয়স্বজরা রয়েছেন। বর্তমানে তাদের কাছে রয়েছে শিশুটি।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া। শিশুটির বাসা মিরপুরে কমার্স কলেজের কাছে ঝিলপাড় বস্তির বিপরীত পাশে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গতকাল রাতে বৃষ্টি চলাকালীন মিরপুর এগারোর শাহআলী থানাধীন কমার্স কলেজের বিপরীত পাশের রাস্তায় বিদ্যুৎস্পৃষ্টে ৪ জনের মৃত্যু হয়।

/হাসান/বুলবুল/এসবি/

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়