ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:০৭, ৯ নভেম্বর ২০২৩   আপডেট: ১৪:১১, ৯ নভেম্বর ২০২৩
নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন: রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে সিইসি

বঙ্গভবনের সামনে কথা বলছেন কাজী হাবিবুল আউয়াল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতায় নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের সার্বিক পরিস্থিতি রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে জানানো হয়েছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রস্তুত নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পাঁচ সদস্যের নির্বাচন কমিশনের সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

আরো পড়ুন:

এর আগে জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি এবং তফশিলের সম্ভাব্য দিনক্ষণ জানাতে বঙ্গভবনে যান সিইসি কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার দুপুরে তারা বঙ্গভবনে যান। আগামী নির্বাচন নিয়ে তারা রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করেন।

ইসি সচিবালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিক তফশিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের রেওয়াজ রয়েছে। এরই অংশ হিসেবে দুপুর ১২টায় ইসি সদস্যরা বঙ্গভবনে যান। 

পড়ুন

বঙ্গভবনে ৪ কমিশনারসহ সিইসি

তফসিল ঘোষণায় প্রস্তুত ইসি, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ দুপুরে

/হাসান/এসবি/

সর্বশেষ

পাঠকপ্রিয়